অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশঃ ২০১৯-০৬-২৫ - ১৯:১০

ঢাকা অফিস : দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রসূতির অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে রিট আবেদনটি করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে বুধবার শুনানির কথা রয়েছে। রিটে প্রসূতি মায়েদের সন্তান জন্মদানের জন্য অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কেনো বন্ধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারির জন্য হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে।

ব্যারিস্টার সুমন তার রিটে উল্লেখ করেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অপ্রয়োজনে শুধু ব্যবসার উদ্দেশে প্রসূতি মায়েদের সিজার করানো হয়। গত বছর দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে, যা আশঙ্কাজনক। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের বাস্তবতায় সিজার হওয়ার কথা ১৩ থেকে ১৫ শতাংশ। অথচ সিজার হচ্ছে ৫১ শতাংশ। আগামীকাল এই রিটের শুনানি হতে পারে।