অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ১৫ আসামিকে আটক

প্রকাশঃ ২০২০-১১-০৬ - ১৫:৪২

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ১৫জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৪জন সিআর ও ১১জন জিআরভুক্ত আসামিকে আটক করে যশোর জেল হাজতে পাঠানো হয়। আটককৃত সিআরভুক্ত আসামিরা হলেন, উপজেলার ধোপাদি গ্রামের আরিফ চাঁদের ছেলে আনিসুর গাইন, মহাকাল গ্রামের আলী হোসেনের ছেলে আরমান হোসেন, মাগুরা গ্রামের মৃত আবদুল বারীর ছেলে জাহাঙ্গীর হোসেন, প্রেমবাগ এলাকার রফিকুল গাজীর ছেলে মতিউর রহমান, অপর জিআরভুক্ত আসামিরা হলেন, উপজেলার শংকরপাশা গ্রামের সিরাজ গাজীর ছেলে বিল্লাল গাজী, চেঙ্গুটিয়া এলাকার আবদুল জলিলের ছেলে নাজমুল হোসেন, বুইকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আলী, ধোপাদি গ্রামের সুজিত কুমারের ছেলে অশোক কুমার, আবদুল গফুরের স্ত্রী জাবেদা খাতুন, নজরুল ইসলামের মেয়ে হাসিনা বেগম, আফসার আলীর ছেলে আবু জাফর, জাকির হোসেনের ছেলে মো. রানা ও রমজান আলী স্ত্রী শাহিদা বেগম, হরিশপুর গ্রামের মতলেব মোল্যার ছেলে রুবেল হোসেন ও পোতপাড়া গ্রামের আইউব আলীর শেখের ছেলে মুজিবর রহমান শেখকে আটক করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত ) মিলন কুমার মন্ডল জানান, বিশেষ অভিযানে আটককৃতদের শুক্রবার সকালে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।