অরিত্রী আত্মহত্যা: দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশঃ ২০১৯-০৭-১০ - ১৯:০০

ঢাকা অফিস : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো। ২৭শে অক্টোবর সাক্ষী গ্রহণের দিন ধার্য করেছে আদালত।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। জামিনে থাকা ভিকারুননিসার দুই শিক্ষক আজ কাঠগড়ায় ছিলেন। এ মামলায় অভিযোগ গঠন দুই দফা পেছানো হয়। গত ১৬ই জুন একই বিচারক ১০ জুলাই অভিযোগ গঠনের দিন রেখেছিলেন। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আসামি নাজনীন ফেরদৌস ও জিনাত আরা।

নাজনীন ছিলেন ভিকারুননিসার প্রধান ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আর জিনাত ছিলেন বেইলি রোডের ওই শাখার প্রভাতি শাখার প্রধান। মামলাটিতে আসামি ছিলেন অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাও। তবে অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গত ৩০ই এপ্রিল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুই শিক্ষকের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছেন আদালত তা গ্রহণ করেন। একই সঙ্গে শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির আবেদনও আদালত মঞ্জুর করেন।

২০১৮ সালের তিন ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় আত্মহত্যা করেন শিক্ষার্থী অরিত্রী। এ ঘটনায়, পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা করেন অরিত্রীর বাবা।