অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে একতা প্রতিবন্ধি স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের মাঠ

প্রকাশঃ ২০১৮-০৬-৩০ - ১৪:১৭

জয় মহন্ত অলোক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঝারগাঁওয়ে চারশতাধিক প্রতিবন্ধি নিয়ে চলছে একতা প্রতিবন্ধি স্কুল ও পুনর্বাসন কেন্দ্র।বর্ষা আসলে তলিয়ে যায় প্রতিষ্ঠানটির মাঠটি।এতে বীপাকে পরে প্রতিষ্ঠানের সকল প্রতিবন্ধি শিশুরা ।অল্প পনিতে মাঠটি তলিয়ে যাওয়ায় চলাচলে বীঘ্ন ঘটছে তাদের ।পার হতে পারছেনা তারা। একতা প্রতিবন্ধি স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম জানান,আমার একার পক্ষে ৪ শ প্রতিবন্ধি শিশুর সকল সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না ।যদি সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধি শিশুদের পাশে দাড়ায় তাহলে প্রতিবন্ধি শিশুরা তাদের মেধাকে আরোও বিকশিত করতে পারবে । তিনি আরো জানান,একতা প্রতিবন্ধি স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের মাঠ অল্প বৃষ্টিতে তলিয়ে যাওয়ার কারনে সকল প্রতিবন্ধি শিশুদের একসাথে পুনর্বাসন কেন্দ্রে রাখা সম্ভব হচ্ছে না ।তারা বাড়িতে চলে যেতে বাধ্য হচ্ছে । এ অবস্থায় সকলের সাহায্য কামনা করেন ।