আওয়ামী লীগই নারীদের অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী

প্রকাশঃ ২০১৯-০৩-০৯ - ১৯:৫৯

ঢাকা অফিস : প্রশাসন ও বিভিন্ন বাহিনীসহ সব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারই নারীদের অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে নারীদের সফল অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নারীদের যেখানেই দায়িত্ব দেয়া হয়েছে সেখানেই তারা সফল হয়েছে। তাই তাদের নিজেদের ক্ষমতা নিজেদেরই অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে দেবে না। নারীদের অর্থনৈতিক ক্ষমতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য তাদের শিক্ষা অর্জন করতে হবে।’

নারীর সমান অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় নারী সমাজ বৈষম্যের শিকার হয়েছে। নারীদের উন্নয়নের জন্য আমরা নারী নীতিমালা করেছিলাম, কিন্তু বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে তা বাতিল করে দেয়। পরবর্তীতে আমরা আবার ক্ষমতায় এসে আমরা সেই নীতিমালা আবার অনুমোদন করি। এছাড়া পাকিস্তানী জুডিশিয়াল সার্ভিসে নারীরা প্রার্থী হতে পারবেন না এমন বিধান ছিল। জাতির পিতা স্বাধীনতা না এনে দিলে জীবনেও এসব জায়গায় নারীদের স্থান হতো না।’

এ সময় মহান মুক্তিযুদ্ধেও নারীদের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নারী ও শিশু ধর্ষণ গর্হিত কাজ উল্লেখ করে ধর্ষকের পরিচয় প্রচার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ধর্ষকদের যাতে সমাজের মানুষ ঘৃনার চোখে দেখে তাই তাদের পরিচয় প্রচার করতে হবে। শুধু আইন করলেই সহিংসতা ও বৈষম্য বিলোপ হবে না। এজন্য নারী পুরুষ সকলকে এক হয়ে কাজ করতে হবে।’

ধর্মের নামে যারা নারীদের অগ্রযাত্রা যারা থামাতে চায় তাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা।