আজকের দিনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা

প্রকাশঃ ২০২০-০৩-০২ - ১৪:১৩
ঢাকা অফিস : ১৯৭১ সালের ২রা মার্চ। এদিন উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। এর মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায় বাঙালি জাতি।

পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সেদিন সাড়া দিয়েছিলেন আপামর জনতা।

পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ায় সকাল থেকেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ রাজপথে অবস্থান নেয়, ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর জুলুম, নিগ্রহ, শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

কারফিউ ভেঙ্গে ছাত্র-জনতার বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

অকুতোভয় ছাত্রসমাজ ও জনতা পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে জানিয়ে দেয় বাঙালি মাথা নত করে না। সেদিন  পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায়।