আজ সার্বজনীন শিশু দিবস

প্রকাশঃ ২০১৭-১১-২০ - ১৩:০২

ইউনিক ডেস্ক : ১৯৫৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে সার্বজনীন শিশু অধিকার ঘোষণা গৃহীত হয়। আবার এই দিনেই ১৯৮৯ সালে গৃহীত হয় শিশু অধিকার সনদ। তাই আজকের এ দিনটি শিশুদের জন্যে আনন্দের এবং স্মরণীয় দিন। অবশ্য এ দিনেই আনুষ্ঠানিকতার সিদ্ধান্ত রাখা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ শিশু অধিকার ঘোষণা ও শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার দিনটিকে অথবা কোন একটি সুবিধাজনক দিনে এই দিবস পালনের পরামর্শ দিয়েছে। তবে অধিকাংশ দেশ এ তারিখেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করে।