আটোয়ারীতে অসহায় দু:স্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

প্রকাশঃ ২০২০-০৯-০৪ - ১৭:৫৩

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ২৯ তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট হতে আগত একটি টহল দল চলমান করোনা প্রতিকুলতায় উপজেলার অর্ধ শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছেন। ক্যাপ্টেন মো: মাহামুদুর রহমানের নেতৃত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোড় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এবং আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মান শ্রমীকদের মাঝে এ খাদ্য সহায়তা করা হয়। এসময় সার্জেন্ট মোসলেম, আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সংবাদিক মনোজ রায় হিরু, সাধারন সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু, আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন মো: মাহামুদুর রহমান জানান, অপারেশন কোভিড শীল্ড এর একটি নিয়মিত কার্যক্রম হিসেবে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ পরিচালনা করা হবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, দেশের এ ক্রান্তি লগ্নে আমাদের গর্বিত সেনা সদস্যরা তাঁদের খাবার বাঁচিয়ে এলাকার দু:স্থ মানুষের মাঝে চাল, ডাল ও আটা সমন্বিত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করে আমাদের অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন।