আটোয়ারীতে অসহায় বৃদ্ধার জায়গা হলো মেয়ের বাড়িতে

প্রকাশঃ ২০২০-০৫-০৮ - ২১:১২

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) : পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর সহযোগিতায় এক অসহায় প্রবীণ বৃদ্ধার জায়গা হলো তার মেয়ের বাড়িতে। পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার মির্জাপুর এলাকার জনৈক মৃত; মজদ আলীর স্ত্রী ইশারন বেগম (৯০) গত ৭মে ত্রানের জন্য মির্জাপুর ইউনিয়ন পরিষদে যায়। সেখানে দীর্ঘসময় অপেক্ষা করে ত্রাণ না পেয়ে বৃদ্ধা পরিষদের বারান্দায় অসুস্থ্য অবস্থায় পড়ে থাকেন। এলাকাবাসী বৃদ্ধার অসহায়তার খবর পঞ্চগড় পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে বৃদ্ধার ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। অত:পর থানা পুলিশ সঙ্গে সঙ্গেই পরিষদ হতে বৃদ্ধাকে নিয়ে ওই ইউনিয়নের পাখরতলা এলাকায় অবস্থিত তার ছোট মেয়ে আজিমা বেগমের বাড়িতে তুলে দিয়ে আসেন। এদিকে ঘটনার পরদিন দুপুরে আবারও জেলা পুলিশের পক্ষে খাদ্য সামগ্রী সহ বৃদ্ধার খোঁজ নিতে পাখরতলা গ্রামে হাজির হন আটোয়ারী থানা পুলিশ। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা ও এস,আই শাহীনুর ইসলাম সিদ্দিকী, গণমাধ্যমকর্মী মনোজ রায় হিরু এবং মো: জাহেরুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বৃদ্ধা ইশারন বেগম জানান, তার ৫ মেয়ে এবং স্বামীর বাড়িতে সৎ ছেলেরা বসবাস করে। কিন্তু সৎ ছেলেরা বৃদ্ধার কোন খোঁজখবর রাখেনা। চলমান করোনা পরিস্থিতিতে পুলিশের এমন কর্মকান্ড সর্বমহলে প্রশংসীত হয়েছে এবং এলাকাবাসী পঞ্চগড় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।