আটোয়ারীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমিতে চাষাবাদ

প্রকাশঃ ২০২০-০৩-২৪ - ১৯:৪৪

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মহামান্য আদালতের নির্দেশ উপেক্ষা করে জমিতে চাষাবাদ করেছেন জনৈক দুই কৃষক। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলী মৌজাস্থ্য ৫৩ শতাংশ জমি (জেল নং-২৩ এর ৩৩১৯ দাগভুক্ত) রেকর্ডিয় মালিকের কাছ থেকে ক্রয় করেন ঝলঝলী গ্রামের মৃত: বসির উদ্দীনের ছেলে মো: মমিন আলী। ক্রয়কৃত জমিতে মমিন একটি আমের বাগান রোপন করে ভোগদখল করে আসছিলেন। কিছুদিন পর একই গ্রামের জনৈক মৃত: নুরল হকের ছেলে মো: হামিদুল ইসলাম ও মো: আশরাফুল ইসলাম উক্ত জমি তাদের দাবী করে। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আদালতের আশ্রয় নেয়া হয়। বিজ্ঞ আদালত মামলা নং-৭৭/১৭(বাটোয়ারা) এর প্রেক্ষিতে ২২এপ্রিল/২০১৮ উক্ত তফশিল ভুক্ত জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা অমান্য করে হামিদুল ও আশরাফুল গত ২৮ফেব্রুয়ারী/২০২০ তারিখে উক্ত জমিতে মরিচ রোপন করে বিজ্ঞ আদালতকে অবমাননা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।