আটোয়ারীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশঃ ২০২০-০৮-০৮ - ১৯:৫৯

মনোজ রায় হিরু, আটোয়ারী : “শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” শ্লোগান এবং “ বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই প্রশিক্ষন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসুচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার কর্ম জীবনের স্মৃতিচারণ এবং শ্লোগান ও প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষন প্রকল্পের আওতায় ৬জন প্রশিক্ষনার্থী মহিলার মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেলাই প্রশিক্ষনার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।