আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

প্রকাশঃ ২০২০-০৫-২৪ - ১৭:০০

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের করোনা দুর্যোগ সহ ঈদকে ঘিরে গৃহিত নানা কর্মসূচী এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বৈশি^ক মহামাড়ি করোনার প্রাদুর্ভাব এদেশে শুরুর সময় থেকে ক্লাবের সদস্যরা সচেতনতা সৃষ্টিতে কাজ শুরু করেন। গত ৫ এপ্রিল লিফলেট বিতরনের মধ্য দিয়ে এবং সামাজিক দূরত্ব মেপে ক্রেতারা যেন ঔষধ কিনতে পারেন সেজন্য দোকানগুলোতে ক্রেতা দাড়ানোর চিত্র এঁকে তাদের জনসেবার সূচনা করেন। এরপর দুই দফায় শতাধিক মানুষকে দশ টাকায় বাজার, করোনাকে ঘিরে কর্মরত শতাধিক মানুষকে ফেশ শিল্ড প্রদান করেন। সর্বশেষ ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সাইদুর ইসলাম সুমনের সভাপতিত্বে গত ২৩ মে দেড় শতাধিক অসহায় মানুষকে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ইফতারি সহ ঈদ উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল উন্নত মানের চাল, সেমাই, চিনি, মুড়ি, মসলা, গুড়ো দুধ এবং ইফতারিতে ছিল ডিম খিচুরী। উল্লেখ যে, ক্রিয়েটিভ ক্লাবের উপদেষ্ঠা মাহাবুব ইসলাম, মোক্তারুল আলম মুক্তা, ওয়াহিদুজ্জামান পুলক ও শামীম রেজা ডনের সহযোগিতায় প্রতিষ্ঠাতা সদস্য মো: আকিব রেহমানের নেতৃত্বে আবু সাইদ রাজিব, জাকির আল মাহাফুজ সহ অন্যান্য সদস্যরা দেড় মাসের বেশী সময় ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ ব্যাপারে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: আকিব রেহমান জানান, ২০১২ খ্রি: প্রতিষ্ঠা করা হয় ক্রিয়েটিভ ক্লাব, আটোয়ারীতে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় মানুষকে ক্লাবের পক্ষ থেকে সকল জাতীয় দুর্যোগ সহ শীতবস্ত্র বিতরণ এবং প্রতিবছর ঈদে ঈদ উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়। এ কারনে ক্লাবটির তরুন সদস্যরা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।