আটোয়ারীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

প্রকাশঃ ২০২০-০৬-২৯ - ১৯:১১

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে চলতি মৌসুমের বোরো ধান ক্রয়ের লটারী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির উদ্যোগে কৃষক পর্যায়ে ধান ক্রয়ের লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে ধান ক্রয়ের লটারীতে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়ালিফ মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলকিস আক্তার জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, তোড়িয়া ইউ’পি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ, ধামোর ইউ’পি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: খলিলুর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা: জেসমিন আক্তার, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সইফুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উম্মুক্ত লটারী পরিচালনা করেন উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী (তুহিন)। এবার উপজেলায় ৬ শত ১১ মেঃটন বোরো ধান ক্রয় করা হবে এবং ৬ ইউনিয়নের কৃষকদের মধ্য হতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ভাগ্যবান কৃষক হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১২ জন। নির্বাচিত প্রত্যেক কৃৃষক ২৬ টাকা কেজি দরে ২ মেঃ টন করে ধান দিতে পারবেন