আটোয়ারীতে সম্মানীভাতা জমিয়ে বীরমুক্তিযোদ্ধার খাদ্য সহায়তা

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৬:২১

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা দুর্যোগে এক বীরমুক্তিযোদ্ধা সম্মানীভাতা জমিয়ে এবং তার ছোটভাই একমাসের বেতন দিয়ে প্রতিবেশী শতাধিক কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহয়তা করলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার অব: প্রাপ্ত স্যানেটারী ইনস্পেক্টর মো: লুৎফর রহমান এবং তার ছোটভাই পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের ষ্টোরকিপার মো: মইনুল ইসলাম একত্রে এ উদ্যোগ নিয়ে সহায়তার হাত বাড়ান। উপজেলার তোড়িয়া নাওগজ এলাকার গ্রামের বাড়িতে ২ মে বিকেলে সহায়তা অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো: ইদ্রিস আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ প্রতিনিধিকে বীরমুক্তিযোদ্ধা বলেন, সরকার প্রদত্ব সম্মানীর ভাতা জমিয়ে করোনা দুর্যোগে প্রতিবেশীদের চাল, ডাল, তেল, ছোলা, আলু ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। পাশাপশি তিনি সমাজের বিত্ত্বশালীদের এ দুর্যোগে এগিয়ে আসার আহবান জানান।