আটোয়ারী সীমান্তে বিজিবি কর্তৃক ফেন্সিডিল সহ দুই যুবক আটক

প্রকাশঃ ২০১৭-০৮-১৫ - ০২:১৪

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করে আটোয়ারী থানায় সোপর্দ করেছে বিজিবি। বিজিবি সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র হাবিলদার মো: হাশেম আলী এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য রবিবার সন্ধায় উপজেলার বর্ষালুপাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি ক্যাম্পের পশ্চিমে বাংলাদেশ সীমান্তের পাঁকা রাস্তায় ১৪ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে সন্দেহাতীত ভাবে ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া ঘনিবিষ্টপুর গ্রামের মো: নজরুল ইসলামের পুত্র মো: লাবু (৩০) ও মধুপুর গ্রামের মো: দবিরুল ইসলামের পুত্র মো: ছাদেকুল ইসলাম (২৫)। এসময় আটক কৃতদের ব্যবহৃত একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন সহ নগদ ৫,৮৮৭ টাকা জব্দ করে বিজিবি। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেন।