আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর কমিটি গঠন

প্রকাশঃ ২০২০-১১-১৪ - ১৬:৫৯

অভয়নগর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামকে সভাপতি এবং নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। বুধবার (১১নভেম্বর) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য এই কমিটির কর্মকর্তারা নির্বাচিত হন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, সহসভাপতি পদে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ ও বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দীন, সহ সাধারণ সম্পাদক পদে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক পদে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার বিশ্বাস, সহ প্রচার সম্পাদক পদে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদিউজ্জামান খাঁন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মো. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ পদে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুন নাহার সোনিয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আফরোজা খানম, ক্রীড়া সম্পাদক পদে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইফতে খায়রুল রিগান, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী আলমগীর হোসেন নির্বাচিত হন।