আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশঃ ২০১৯-০৬-২০ - ১৩:৫৩

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনায় ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল  আলমের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক শেখ সাদী ভুইয়া, শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোঃ আব্দুল মাজেদসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতার শেষে বিচারকমন্ডলীরা বিজয়দের নাম ঘোষনা করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাহিন আনন খানম, ২য় নিশাত রহমান ও সামমিয়া জাহান এবং তৃতীয় হয়েছে শাহারিয়া রাইফু ইসলাম এবং সুমাইয়া জাহান অধরা। ‘খ’ গ্রুপে প্রতিযোগিতায় প্রথম হয়েছে জয়দূতি সরকার, ২য় মাহিয়ান ইসলাম ও ৩য় ফারিয়া হাসান মিম এবং ‘গ’ গ্রুপে একজন মাত্র প্রথম স্থান অধিকার করেছে নুসরাত ইসলাম তিতলী। আগামী ২৬ জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।