আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না হিরো আলম

প্রকাশঃ ২০১৮-১২-০৬ - ২০:০৩

ঢাকা অফিস :  মনোনয়ন বাতিল হওয়ার পর আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না অভিনেতা হিরো আলম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তার আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে আপিল শুনানির পর নির্বাচন কমিশন এ ঘোষণা দেন ।

এজলাসে বলা হয়, হিরো আলম যে এক শতাংশ ভোটারের তালিকা দিয়েছিলেন তা সঠিক নয়। তার দেয়া তালিকার ১০ জনের স্বাক্ষ্য তদন্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

হিরো আলম বলেন, ‘মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম। সেটা নামঞ্জুর করা হয়েছে। নমিনি খুঁজে না পাওয়ায় মনোনয়ন বাতিল করেছে ইসি।’

তিনি আরো বলেন, ‘আজ স্বতন্ত্র প্রার্থীদের সবাইকে বাদ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেয়ার কারণ আমি মনে করি ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘আমি এখন হাইকোর্টে আপিল করব, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না। হিরোকে এতো সহজে জিরো করা যাবে না।’