আফ্রিকার মালিতে নিহত রায়হানের সাঁথিয়ার বাড়িতে শোকের মাতম

প্রকাশঃ ২০১৮-০৩-০১ - ১৮:০৭

ফারুক হোসেন,পাবনা: আফ্রিকার দেশ মালির ডৌয়েঞ্জায় ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস ( আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাবনার সাঁথিয়ার রায়হানসহ ৪ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়। বুধবার স্থানীয় সময় প্রায় ২টার দিকে উত্তর মালিতে আইইডি বিস্ফোরনে এ হতাহতের ঘটনা ঘটে বলে গণমাধ্যম সুত্রে জানা গেছে।। মোহাম্মদ রায়হান পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সমাসনারী গ্রামের মোসলেম শেখের ছেলে । বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারীতে আকাশ ভারী হয়ে আসে। পরিবারে নেমে আসে শোকের মাতম। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। নিহত রায়হানের দুটি কণ্যা সন্তান রয়েছেন। একটির বয়স ৮ বছর অন্যটির বয়স ২ বছর। দুই ভাই ও একবোনের মধ্যে রায়হান ছিল সবার বড়।ছোট ভাই কুয়েত প্রবাসী। রায়হানের মামাতো ভাই নান্নু ও আতিক হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন রায়হানের সাথে ২৮ ফেবরুয়ারী শেষ কথা হয় তার পরিবারের। প্রায় ১৫/১৬ মাস হলো রায়হান মালিতে গিয়েছিলেন। আর ২/১ মাস পরেই তার আসার কথা ছিল। ভোরে তার মৃত্যুর খবর আসে।
জানা গেছে সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও ডৌয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় আইইডি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।