আবরার হত্যা : কুষ্টিয়ায় গ্রামবাসীর তোপের মুখে বুয়েট ভিসি

প্রকাশঃ ২০১৯-১০-০৯ - ১৯:৫০
কুষ্টিয়া : আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে রায়ডাঙ্গা গ্রামে গিয়ে মানুষের তোপের মুখে পড়েন বুয়েট ভিসি।  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে কুষ্টিয়া গেছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ভিসির আসার খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তোপের মুখে পড়েন তিনি। পরে আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি বুয়েটের ভিসি।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। সেখান থেকে কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে যান তিনি।

কথা ছিল বুয়েট উপাচার্যের আবরারের কবর জিয়ারত করবেন। এ খবরে আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে রায়ডাঙ্গা গ্রামে। আবরারের বাড়ির পাশে ও কবরের আশেপাশের এলাকায় অসংখ্য র‌্যাব ও পুলিশ অবস্থান নিয়েছেন।

আবরারের মৃত্যুর পর থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন ভিসি সাইফুল। আবরার নিহত হওয়ার দিন ক্যাম্পাসে না যাওয়া এবং তার জানাজায় অংশ না নেয়ায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। দাবি ওঠে ভিসির অপসারণের।