আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০১৯-১০-০৫ - ১৯:৩৫

ফুলতলা অফিসঃ সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমানকাল থেকে বয়ে আসা এ ঐতিহ্য অটুট রাখতে হবে।

শনিবার দিনব্যাপী ফুলতলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পুরোহিত ও ভক্তদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, তাপস বোস, তুষার সরকার, সুশান্ত বৈরাগী, মহাদেব দাস, চিত্তরঞ্জন মন্ডল, সরাজ কুন্ডু, বিপ্রদাস কুন্ডু, অজিত সরকার, জয়দেব সেন, বিপ্লব রায়, সত্যজিত বিশ্বাস, লিপন মোহন্ত প্রমুখ। এর পূর্বে নারায়ণ চন্দ্র চন্দ এমপি ফুলতলা এম এম কলেজ পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করেন।