আবারও নৌ ধর্মঘটের ডাক

প্রকাশঃ ২০১৯-১১-২৯ - ১৯:০৮

ঢাকা অফিস : চট্টগ্রামসহ সারা দেশে আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে নৌযান ধর্মঘট।  বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে শতভাগ খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকরা এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এতে দেশের বিভিন্ন অঞ্চলে লাইটারেজ জাহাজ চলাচল বিঘ্নিত ও কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। পরে বুধবার রাতে সরকারের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে নিলে নৌযান চলাচল শুরু হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আজ মধ্যরাত থেকে ডাকা কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রমসহ সব লাইটারেজ জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। একইসঙ্গে বন্দরের বহির্নোঙরে জাহাজজট পরিস্থিতির অবনতি ঘটারও আশংকা করা হচ্ছে।