আড়াইশো বছরের নিয়ম ভাঙলো কারাগার

প্রকাশঃ ২০১৯-০৬-১৬ - ১৪:২৮

ঢাকা অফিস : বন্দিদের যুগোপযোগী ও স্বাস্থ্যসম্মত খাবার দিতে কারাগারে সকালের নাস্তায় পরিবর্তন আনা হয়েছে। রবিবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দীর্ঘ আড়াইশো বছর ধরে সকালের নাস্তায় বন্দিদের গুড় আর এক পিস আটার রুটি দেয়া হতো। এখন সপ্তাহে চারদিন সবজি-রুটি, একদিন হালুয়া-রুটি এবং দুইদিন সবজি খিচুড়ি দেয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার কারাগারকে সংশোধনাগার করার পরিকল্পনা নেয়ায় বন্দিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে’। তিনি জানান, বন্দিদের আত্মীয়দের সাথে যোগাযোগের জন্য পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে ‘স্বজন’ নামে একটি অ্যাপস চালু করা হয়েছে।

চিকিৎসা শেষে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে আনা হবে কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত কারাবিধি অনুযায়ী নেয়া হবে।