ঈদে বন্দীদের জন্য ১৫০ টাকার বিশেষ খাবার

প্রকাশঃ ২০১৯-০৮-১২ - ১১:৪৫

ঢাকা অফিস : ৩০ টাকা থেকে বেড়ে বিশেষ দিনের খাবারের বরাদ্দ হয়েছে ১৫০ টাকা। যা এই ঈদ থেকেই কার্যকর হচ্ছে দেশের সব কারাগারে। ফলে বন্দীরা এবারের ঈদে পাচ্ছেন নতুন মানের উন্নত খাবার। কারা কর্তৃপক্ষ বলছে, সরকারের এই উদ্যোগ বন্দিদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ঈদ বা বিশেষ দিনগুলোতে কারাগারে থাকা বন্দীদের জন্য বিশেষ খাবার দেয় কারাকর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে সারাদেশেই একই নিয়মে এই উন্নত খাবার দেয়া হয়।

গত ঈদ পর্যন্ত সেই খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৩০ টাকা। কিন্তু সম্প্রতি সরকারের এক সিদ্ধান্তে বন্দীদের জন্য বিশেষ দিনের খাবারে বাজেট ৩০ টাকা থেকে ১৫০ টাকা নির্ধারন করেছে সরকার। যা এবারের ঈদ থেকেই কার্যকর হচ্ছে।

বিশেষ দিনের খাবারে এমন ভালো আয়োজনের ফলে বন্দীদের মানসিকতায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।

তিনি বলেন, আমি মনে করি এরফলে বন্দীদের মানসিকতায় ইতিবাচক একটা প্রভাব পড়বে। আমরা যারা বাইরে রয়েছি তারা যে বন্দীদের নিয়ে ভাবছি এই মানসিকতাটাও তাদের মধ্যে কাজ করবে।

এরইমধ্যে সকালের নাস্তায় বরাদ্দ বাড়ানো ও বৈচিত্র্য আনায় বন্দীদের মধ্যে তার প্রভাব পড়েছে বলেও জানায় কারাকর্তৃপক্ষ।