উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হলো মওদুদকে

প্রকাশঃ ২০১৯-০৫-০৯ - ১৯:১২

ঢাকা অফিস :  হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।

ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ।

হৃদরোগের আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপু্র নেয়া হয় মওদুদকে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অধ্যাপক ডা. চার্লস এর অধীনে চিকিৎসা নেবেন মওদুদ।

ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে, মওদুদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ৫ই মে দুপুরে, হাইকোর্টে থাকাকালীন বুকে ব্যথা তীব্র হয় এবং তিনি ফ্লোরে পড়ে যান। এরপরই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। তখন, দায়িত্বরত চিকিৎসকেরা মওদুদকে সিসিইউতে ভর্তি করেন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার মওদুদ।