উন্নয়নের পাশাপশি দেশ জুড়ে লুটপাটের মহোৎসব চলছে -কম. রাশেদ খান মেনন এমপি

প্রকাশঃ ২০২০-০২-১২ - ১৯:৪৪

তাপস কুমার বিশ্বাস, খুলনা থেকেঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কম.রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি দেশ জুড়ে লুটপাটের মহোৎসব চলছে। বিএনপির শাসনামলে তারেক জিয়ার হাওয়া ভবন ছিল দৃশ্যমান। কিন্তু বর্তমানে সুইজারল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অসংখ্য অদৃশ্য হাওয়া ভবন সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী পাটশিল্পের দিকে নজর দিলেও স্বার্থান্বেষী কতিপয় শ্রমিক নেতা মিল কলকারখানাগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তরের যড়যন্ত্রে লিপ্ত। একদিকে খাজনা না দেয়ায় কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হচ্ছে, অন্যদিকে ভূমি অফিসের দুর্নীতির কারণে কৃষকেরা খাজনা দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। শ্রমিকদের পাওনা আদায়ের জন্য রাজপথে নামতে হয়। কম. হাফিজুর রহমান শ্রমিক ও কৃষকের ন্যায্য দাবি আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন কিংবদন্তী শ্রমিকনেতা। তার নীতি ও আদর্শ অনুসরণ করলে কৃষক শ্রমিকের মুক্তি সম্ভব।

বুধবার বিকালে খুলনার ফুলতলা বাসষ্টান্ড চত্ত্বরে অনুষ্ঠিত প্রয়াত শ্রমিক নেতা প্রয়াত কম. হাফিজুর রহমান ভুইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এ্যাড. কম. মিনা মিজানুর রহমান। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কম. প্রফেসর ড. সুশান্ত দাস, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা। ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কম. সন্দীপন রায় ও আরিফুজ্জামান বাবলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কম. দীপংকর সাহা দিপু, কম.এ্যাড. আবু বক্কর সিদ্দিকী, জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, মহানগর সভাপতি কম. মফিদুল ইসলাম, কম. গৌরাঙ্গ প্রসাদ রায়, কম. দেলোয়ার উদ্দিন, কম. ফারুকুল ইসলাম, কম. খলিলুর রহমান, মনিরুজ্জামান, আঃ হামিদ মোড়ল, হারুন অর রশিদ মল্লিক, আহসানুল হাফিজ বিপুল, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, গৌতম কুন্ডু, সিরাজুল ইসলাম খান, আঃ লতিফ মহলদার, সরদার আঃ রহমান, আঃ সাত্তার মোল্যা, আমিরুল ইসলাম, কামরুল জোয়াদ্দার, রিয়াদ হাসান তপু, মঈন উদ্দিন ময়না, শাহাবুদ্দিন বিশ্বাস, বিলাস রায়, অরুপ নাগ প্রমুখ।