ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশঃ ২০১৯-০৫-১৭ - ১১:০১

ঢাকা অফিস : ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপিরা মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়েছে। নিদের্শনা অনুযায়ী, পুনঃতফসিল হওয়া ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে সীমিত থাকবে। এই প্রজ্ঞাপন জারির ৯০ দিনের মধ্যে ঋণগ্রহীতাকে এই সুবিধার জন্য আবেদন করতে হবে। ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত হওয়া মন্দ ঋণগুলোকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই পুনঃতফসিল সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো।

এদিকে, নিয়মিত ঋণের কিস্তি প্রদানকারী ভালো গ্রাহকদের চিহ্নিত করে প্রণোদনা দেয়ার বিষয়েও আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ভালো ঋণগ্রহিতার কাছ থেকে গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরে আদায় করা সুদ ও মুনাফার অন্তত ১০ শতাংশ ছাড়সহ অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।