এইচএসসি’র ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%

প্রকাশঃ ২০১৯-০৭-১৭ - ১৩:১৫

ঢাকা অফিস : এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

দেশের ৮টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৩.৯৩%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। সব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন, পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২জন। এ বছর এইচএসসি পরীক্ষায় সাধারন শিক্ষার আট বোর্ডে মোট ১১ লাখ ২৬ হাজার ৬শ ২৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৮ লাখ ৯ হাজচার ১৪৯ জন। পাসের হার ৭১.৮৫ ভাগ। কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬।

ফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে কম সময়ের মধ্যে ফল প্রকাশ করায় ধন্যবাদ জানান। তিনি মেয়েদের পাসের হারে সন্তোষ প্রকাশ করেন, সেইসাথে ছেলেদের পাসের হার বাড়ানোর তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা অব্যাহত রাখতে হবে।’