একনেকে ৩,৪৭০ কোটি টাকার প্রকল্প পাশ

প্রকাশঃ ২০১৯-০৮-২০ - ২০:৪২

ঢাকা অফিস : প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ভুল বা দুর্নীতি হলে শাস্তির বিধান রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পর্যায়ক্রমে দেশের সব বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নিতে আবারো তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে, একনেক সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এসব নিদের্শনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এরআগে, রাজধানীর শেরে বাংলানগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৩ হাজার ৪শ’ ৭০ কোটি টাকা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ণ হয়েছে ১ দশমিক আট চার শতাংশ। যা টাকার অংকে ৩ হাজার ৯শ’ ৫১ কোটি। যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি।

এছাড়াও জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফ্রীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ছয় দুই শতাংশ হয়েছে বলেও জানান এম এ মান্নান। এছাড়াও নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ প্রকল্পেই গাছ লাগানো বরাদ্দ রাখা সহ সারাদেশে বৈদুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ারও অনুশাসনের কথাও জানান পরিকল্পনামন্ত্রী। জানান প্রকল্পে দুর্নীতি বা অনিয়ম হলে শাস্তির বিধান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, পণ্যের দাম বৃদ্ধির হার বা মূল্যস্ফীতি বেড়েছে দশমিক এক শূন্য শতাংশ। জুলাইয়ের শেষে এই হার দাঁড়িয়েছে ৫ দশমিক ছয় দুই শতাংশ। এছাড়া, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতির তথ্যও জানান পরিকল্পনা মন্ত্রী। জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ। গতবছর এই হার ছিল দশমিক পাঁচ সাত শতাংশ। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় ১২টি প্রকল্প প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য পরিকল্পনা হলো: জাতীয় তথ্য ভান্ডারের সাইবার ঝুঁকি ঠেকানোর প্রকল্প। এ জন্য ৩৮টি নতুন সফটওয়্যারসহ যন্ত্রাংশ কেনা হবে। এছাড়া, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি, কৃষি বিপণন অধিদপ্তর জোরদার করা, বিভিন্ন নদীর বাঁধ উন্নয়ন ও শহর রক্ষা প্রকল্প এবং সড়ক নির্মাণ প্রকল্প। অনুমোদন পাওয়া ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে তিন হাজার ৪৭০ কোটি টাকা।