একাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসন শেষ মূর্হুতে জমে উঠেছে

প্রকাশঃ ২০১৮-১২-২৩ - ২০:০৭

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : আর মাত্র কয়দিন পর শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে স্ব-স্ব দলীয় প্রার্থী নেতাকর্মী ও সমার্থকেরা ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহুর্তে উপজেলা সর্বত্র নির্বাচনী ইমেজ তেরী হয়েছে। বিশেষ করে চায়ের দোকানে ইমেজটা বেশী পরিলক্ষিত হচ্ছে। (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলা মিলে খুলনা-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ২,৫৯,৩৩৫ জন। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলা ৭টি ইউনিয়নে ভোটার ৬৯,২২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি এবং বুথ সংখ্যা ২৫৮ টি। এ আসনে বিভিন্ন দল থেকে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, ঐক্যজোটের বিএনপি প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান, জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রার্থী প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সিপিবি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী অশোক কুমার সরকার এবং ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওঃ আবু সাঈদ। এ আসনে ৪র্থ সাংসদ একক ভাবে নির্বাচিত জাতীয় পার্টির আলহাজ্ব শেখ আবুল হোসেন এবং স্বল্পকালীন মেয়াদে বিএনপি প্রার্থী ৬ষ্ঠ সাংসদ এ্যাডঃ প্রফুল্ল কুমার মন্ডল বাদে এ আসনে মূল স্রোতে রয়েছে আওয়ামীলীগের সাংসদেরা। সেই অর্থে খুলনা-১ বরাবরই আওয়ামীলীগের রিজার্ভ আসন হিসাবে পরিচিত। ১৯৯৬ এর ১২ জুনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এ আসন থেকে নির্বাচন করায় রির্জাভ আসন কথাটি আরো সুদৃড় হয়। তবে একাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য এখান থেকে আওয়ামীলীগের মনোনীত ৩য়বার নির্বাচিত সাংসদ পঞ্চানন বিশ্বাসের বয়সের ভার, দলীয় কোন্দল, পরিবার তন্ত্র, নেতাকর্মীদের অব মূল্যায়ন এবং সাধারণ ভোটার দের সাথে দুঃব্যবহার জয়লাভের ক্ষেত্রে কিছুটা হলেও অন্তরায় হয়ে দাড়াতে পারে। আর সেই সুযোগ টাকে কাজে লাগিয়ে ঐক্যজোটের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান ও মহাজোটের শরীরদল জাতীয় পাটির মনোনীত প্রার্থী সুনীলশুভ রায় সাধারণ ভোটারদের ক্ষোভের ভোটে জয়লাভের আশা করছেন বলে অভিজ্ঞ মহলের মন্তব্য। তবে পঞ্চানন বিশ্বাস এমপি বিগত দিনের সকল ভুল ত্রুটি সুদরিয়ে নেয়ার জন্য বিভিন্ন জনসভায় ক্ষমা চাইছেন। তবে এ উপজেলার রাজনৈতিক অভিজ্ঞ মহলের মন্তব্য ব্যক্তি পঞ্চানন বিশ্বাসের প্রতি ক্ষোভ থাকলে আওয়ামীলীগের উন্নয়নে ধারা অব্যাহত ও শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিতে সকলেই নৌকা প্রতীকে ভোট দেয়ার কথা যানাচ্ছে। এব্যাপারে সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল এ প্রতিবেদকে জানান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন-অর রশিদ, সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল,উপজেলা আওয়ালীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান,দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনসহ সকল দলীয় নেতাকর্মী কোন্দল ভুলে একযোগে কাজ করায় নৌকার প্রার্থী জয় লাভ করার সম্ববনা দেখা দিয়েছে। তবে শেষ মুর্হুতে এ উপজেলা নির্বাচনের ইমেজ বইছে।