এবার ‘ছেলেধরা’ গুজবের শিকার শিক্ষা কর্মকর্তা

প্রকাশঃ ২০১৯-০৭-২৪ - ১৯:৩৪

চট্টগ্রাম : এবার স্কুল পরিদর্শনে এসে ‘ছেলেধরা’ গুজবের শিকার হলেন চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা তাপস পাল। সোমবার দুপুরে, প্রশাসনিক কাজে নগরীর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে অভিভাবকদের সন্দেহের কবলে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, বিদ্যালয় পরিদর্শনে এসে অভিভাবকদের সন্দেহের কবলে পড়েন এডিপিও তাপস পাল। অচেনা কাউকে স্কুলে প্রবেশ করতে দেখে উপস্থিত অভিভাবকরা এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে অভিভাবকরা স্কুল কার্যালয়ের সামনে চিৎকার ও স্কুল কর্তৃপক্ষকে ফোন করতে থাকেন। এ সময় ৪ শিক্ষার্থীদের মাথা নেয়ার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ওই কর্মকর্তা চুক্তি করছে বলেও গুজব রটিয়ে দেয়া হয়। এমন পরিস্থিতিতে অভিভাবকরা গুজবের ঘটনাটিকে সত্য মনে করে আগুন্তুক ওই কর্মকর্তাকে সন্দেহ করতে থাকে।

এমন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে ঘটনাটি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিভাবকরা কিছুটা শান্ত হন। কিন্তু তাদের সন্দেহ কমে না। পুলিশের উপস্থিতিতে স্কুল ছুটি হবার পর পরিস্থিতি শান্ত হয়।