এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৬৮ জনের: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশঃ ২০১৯-০৯-১৬ - ১৯:৫০

ইউনিক ডেস্ক : এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে মারা গেছে এরকম ২০৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছে রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর। এর মধ্যে ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮ টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগের ‘পিক টাইম’ সেপ্টেম্বর মাস হলেও বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বিগত মাসের তুলনায় অনেক কম।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬শ’ ১৯ জন। এরমধ্যে ঢাকায় ১শ’ ৬৩ আর ঢাকার বাইরে ৪শ’ ৫৬ জন। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও ঢাকার বাইরে আক্রান্তের হার এখনো বেশি।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে আরো সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।