ওজনে কম দেওয়ার দায়ে কুষ্টিয়ায় ৩টি ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশঃ ২০১৮-০৪-২৫ - ২১:৪৩

এস এম জামাল, কুষ্টিয়া: ওজনে কম দেওয়ার দায়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ৩টি ফিলিং স্টেশনকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) মারুফ সোহেল অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠান তিনটি হলো- ভেড়ামারার খালেক ফিলিং স্টেশন, বারমাইল এলাকার মিজান ফিলিং স্টেশন ও শাহার ফিলিং ষ্টেশন। তাদের মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তেলের পাম্প তিনটি ওজনে কম তেল দিয়ে আসছিল। ওই অভিযোগে বুধবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ও দি স্টান্ডার্ডস অব ওয়েট এন্ড মেজার্স অধ্যাদেশ ১৯৮২ অনুসারে শাহার ফিলিং স্টেশনকে ৩০ হাজার, মিজান ফিলিং স্টেশনকে ৩০ হাজার ও খালেক ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান আদালতের বিচারিক ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ সোহেল।