ওসি মোয়াজ্জেম আদালতে হাজির

প্রকাশঃ ২০১৯-০৬-৩০ - ১৪:২৩

ঢাকা অফিস : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে ১৭ই জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন মোয়াজ্জেম হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

১৫ই এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর বিচারক মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

গত ২৭শে মে পিবিআই মামলার ১২৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। ১৬ই জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।