কঠিন অধ্যাবসায় ছাড়া জীবনে সাফল্য লাভ করা সম্ভব নয় -ক্রিকেটার মিরাজ

প্রকাশঃ ২০২০-০১-১৯ - ২২:০০

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেছেন, কঠিন অধ্যাবসায় ছাড়া জীবনে সাফল্য লাভ করা সম্ভব নয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে শারীরিক ও মানষিক বিকাশ ঘটাতে হবে। মেধার বিকাশ ঘটিয়ে পরিবার সমাজ ও দেশের কাজে আত্ম নিয়োগ করতে হবে।
রোববার বিকালে খুলনার ফুলতলায় আইকন একাডেমির আয়োজনে মেহেদী মিরাজ কম্পিউটার অডিটরিয়ামে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোঃ জামান সরদারের সভাপতিত্বে ও আইকন পরিচালক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শিক্ষক এম এম ওহিদুর রহমান মিলু, সবুজ রতন মন্ডল, প্রীতিশ মন্ডল, রামপ্রসাদ দাস, আশরাফুল ইসলাম, নাসিম আহমেদ নয়ন, গোলাম হোসেন রাজু প্রমুখ। পরে সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেটে চৌকস খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।