করোনা চিকিৎসায় নতুন ওষুধ ‘স্কাবোসিক্স’

প্রকাশঃ ২০২০-০৬-১৭ - ১৮:৪৬

আন্তর্জাতিক : করোনাভাইরাসের চিকিৎসায় ‘স্কাবোসিক্স’ ব্যবহারে সাফল্য। যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় স্কাবোসিক্স নামের একটি ওষুধ ব্যবহার করে সাফল্য এসেছে।  ডেল্টা ফার্মাসিটিক্যালসের এই ওষুধ ১৮ বছরের বেশি বয়সীদের দেয়া হচ্ছে।

চিকিৎসকদের দাবি, এই ওষুধে এখন পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি ৯৫ শতাংশ রোগীই এই ওষুধে সেরে উঠছেন। তবে, এই ওষুধ আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যই দিতে হবে।