করোনাভাইরাস আতংকের মধ্যেই চীনে নতুন ভাইরাসের হানা

প্রকাশঃ ২০২০-০৩-২৪ - ২০:৩৭
আন্তর্জাতিক : চীনে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু। মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত চীনে হান্তাভাইরাস নামে এক ভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। এ ভাইরাসে আক্রান্তে হয়ে একজন মারা গেছেন বলেও জানায় চীনের গণমাধ্যমটি।

এক টুইট বার্তায় গ্লোবাল টাইমস  জানায়, সোমবার দেশটির শানডং প্রদেশ থেকে কাজ শেষে ইউনান প্রদেশে ফেরার সময় বাসে এক ব্যক্তির মৃত্যু হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে হান্তাভাইরাস ধরা পড়ে। ওই বাসে থাকা ৩২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে তাদের পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে এটা করোনাভাইরাসের মতো বায়ুবাহিত রোগ নয়। এই ভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়াতে পারে, ইঁদুরের মূত্র, লালা বা মলের সাহায্যে মানুষ হান্তাভাইরাসে আক্রান্ত হতে পারে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে হান্তাভাইরাসের নাম শুনে নতুন আতঙ্কে মানুষ। তবে এ ভাইরাস নতুন নয়, ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের একটি অঞ্চলে হান্তাভাইরাসের উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সিডিসি।