করোনা ভাইরাস নিয়ে নানা ধরনের গুজব সৃষ্টিকারি যুবক আটক

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ২০:৫২

খুলনা অফিস : করোনা ভাইরাস সংক্রামন এবং সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ও বিভ্রান্ত সৃষ্টিকারি এক যুবককে ইলেকট্রনিক ডিভাইসসহ যশোর হতে গ্রেফতার করছে র‍্যাব-৬। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে নানা ধরনের গুজব রোধ করার লক্ষ্যে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বালিয়াঘাটা লাউখালী সাকিনস্থ জনৈক মোঃ মোস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ব্লগ ও ফেসবুক ব্যবহার করে ইন্টারনেটর মাধ্যমে সারা বিশ্ব ব্যাপী বহুল আলোচিত করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভীতি তথ্য উপাত্ত তৈরী, প্রেরণ ও প্রকাশ করে জনমনে বিভ্রান্ত সৃষ্টিসহ ভীতির পরিবেশ সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছে। এরুপ প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে র‌্যাব-৬, খুলনার সাইবার অপরাধ দমন দল আজ বুধবার বিকাল ৪টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে করোনা ভাইরাস ও সরকারী কার্যক্রম নিয়ে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করার কারনে মোঃ মোস্তাফিজুর রহমান (৩২), পিতা-মোঃ মোজাফ্ফর হোসেন, সাং বালিয়াঘাটা লাউখালি, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে তার নিজ বাসভবন হতে আটক করেন।অতপর আভিযানিক দলটি তার দখল হতে মোবাইল সেট, সিম এবং মেমোরী কার্ড উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল, সীমকার্ড পর্যালোচনা করে গুজব ছড়ানোর সত্যতা পাওয়া যায়। আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।