কলারোয়ায় ইমামদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশঃ ২০১৭-০৭-১০ - ২১:৪৮

জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা, প্রতিনিধিঃ কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইমামদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাজ পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সম্মানিত মসজিদের ইমামরা ওই প্রশিক্ষণে অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘অগ্রগতি সংস্থা’ আয়োজিত পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অগ্রগতি সংস্থার প্রতিনিধি নুরুল আমিন খান। প্রশিক্ষণে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম শেখ কামরুল ইসলাম, ইমাম মতিউর রহমান, দেলদার রহমান, আজিজ মল্লিক, হাবিবুর রহমান, আঃ ছামাদ, ইব্রাহিম হোসেন, লেয়াকাত আলী, নুর আলী, রবিউল ইসলাম, জামিরুল ইসলাম, আঃ রহিম, জালাল উদ্দিন, আঃ রশিদ, আফসার আলী, ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন।