কানাডায় ১৯৬টি শো নিয়ে ‘যদি একদিন’

প্রকাশঃ ২০১৯-০৩-২১ - ১৭:৪৫

বিনোদন ডেস্ক : বিশ্ব নারী দিবস উপলক্ষে গত ৮ই মার্চ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ ছবিটি বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি দেশের পর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এবার। বাংলাদেশি ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবার কানাডায় প্রথম সপ্তাহে ১৯৬টি শো নিয়ে মুক্তি দিচ্ছে ‘যদি একদিন’। স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, এটা একটা রেকর্ড তো বটেই, সংখ্যাটা রীতিমতো অবিশ্বাস্য। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডায় প্রথমবারের মতো সর্বাধিক ৮টি প্রেক্ষাগৃহে একযোগে ১৯৬টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করছে কোনো বাংলাদেশি সিনেমা ‘যদি একদিন’। ২২শে মার্চ কানাডা দিয়েই শুরু হচ্ছে বিশ্ববাজারে যদি একদিন’ সিনেমার শুভযাত্রা।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজিব জানান,এর আগে কানাডায় বাংলাদেশী সিনেমার ব্যবসায়ে ‘আয়নাবাজি’র রেকর্ড ভেঙেছে ‘দেবী’।’দেবী’তে দর্শক উপস্থিতির যে মাইলফলক বাংলাদেশী সিনেমা স্পর্শ করেছে,পারিবারিক গল্পে নির্মিত সিনেমা ‘যদি একদিন’ সে রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে। এ ছবিতে জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খান, কলকাতার জনপ্রিয় মুখ শ্রাবন্তী, তাসকিন, রাইসাসহ অনেকে অভিনয় করেছেন।

কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুনের একটি করে ‘সিনেপ্লেক্সে’ লোকেশনে চলবে সিনেমাটি।