কাল টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ ২০১৯-০৩-১৩ - ২১:১৭

ঢাকা অফিস : টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুমুদিনী হাসপাতালও পরিদর্শন করবেন তিনি। তার আগমন উপলক্ষ্যে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়, কুমুদিনী ট্রাস্টের আয়োজনে মির্জাপুর ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৪ বছর পর তার আগমনকে ঘিরে শহর জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।

প্রধানমন্ত্রীকে বরণ করতে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরাও প্রস্তুতি শেষ করেছে। মনোজ্ঞ ডিসপ্লে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে মুগ্ধ করার আশায় উচ্ছ্বসিত তারা। এ বছর দুই গুণীজনকে মরণোত্তর আর চার গুণী ব্যক্তিকে রণদা প্রসাদ স্বর্ণপদক দেয়া হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দানবীর রণদা প্রসাদ সাহা তার মায়ের নামে ১৯৪৪ সালে নিজ গ্রাম মির্জাপুরে প্রতিষ্ঠা করেন কুমুদিনী হাসপাতাল। পরে এখানে মেয়েদের শিক্ষার জন্য গড়ে তোলা হয় ভারতেশ্বরী হোমস স্কুল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল।