কাল থেকে পেঁয়াজের দাম কমবে

প্রকাশঃ ২০১৯-০৯-৩০ - ১৭:৩৩
ঢাকা অফিস : দেশে যেন কেউ পেঁয়াজ মজুদ না করে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান বাণিজ্য সচিবের।  পেঁয়াজের দেশীয় মজুদ সন্তোষজনক, আমদানিও ভালো। তাই দাম বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। সোমবার দুপুরে, সচিবালয়ে ব্রিফকালে তিনি বলেন, কাল থেকে দাম কমবে পেঁয়াজের।

এ সময় বাণিজ্য সচিব আরও বলেন, পরিস্থিতি তদারকি করতে ১০টি টিম গঠন করা হচ্ছে। পেঁয়াজবাহী জাহাজ যেন অগ্রাধিকার ভিত্তিতে ছাড়া হয় সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। সচিব বলেন, আরও কতটুকু পেঁয়াজ আমদানি করতে হবে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ক্যালেন্ডার তৈরির ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে।

ভারত রপ্তানি বন্ধ করার এক দিনের মাথায় রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম পৌঁছেছে একশ টাকা কেজিতে। নিজেদের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে রবিবার রপ্তানিই বন্ধ করে দিয়েছে ভারত। ফলাফল হিসেবে রাজধানীর পাইকারি বাজারেই দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। আর, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।