কাশিয়ানীতে ৪ ডাকাতকে গণপিটুনি

প্রকাশঃ ২০১৮-০৩-২৫ - ১৬:৪২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ সড়ক ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার দিবাগত গভীর রাতে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ডাকাত সদস্যরা হলো, কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আমিনুদ্দিন মালিথার ছেলে কালু মালিথা (৬৫), রাজবাড়ীর কালুখালি উপজেলার দামুড্ডিয়া গ্রামের মো: মুন্না মিয়ার ছেলে আসলাম মিয়া (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো: মোস্তফার ছেলে সাগর (৩২) ও জামালপুর সদর উপজেলার হাছনড়া গ্রামের মৃত রায়হানের ছেলে সুমন (৫০)। আহত ডাকাত সদস্যদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী-মুকসুদপুর অঞ্চলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান সাংবাদিকদের জানান, ব্যাসপুর এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনগন ওই ৪ ডাকাত সদস্যকে ধরে গণ-পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।