কীটনাশক বহনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল জরিমানা

প্রকাশঃ ২০১৭-১১-২৮ - ১৭:১১

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় বেআইনিভাবে কীটনাশকবহনের অভিযোগে একজনকে ২ বছরের কারাদন্ড ও অপর দুইজনকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ও কারাদন্ডপ্রাপ্ত তিন যুবক সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ শিকারের জন্য কীটনাশক বহন করছিল বলে জানায় পুলিশ। মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল ইসলাম জানান, চাদপাই নৌ থানার (মোংলা) ওসি মো: আবুল হোসেন শরীফ ও এসআই মো: শাহালম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চিলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কীটনাশকবহনকারী মো: এনামুল (৩৫), সুমন (৩০) ও জামাল উদ্দিন (৩২) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৪ বোতল কীটনাশক উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত/মোবাইল কোর্টের মাধ্যমে জামাল উদ্দিনকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও এনামুল এবং সুমনকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা নগদ জরিমানা করেন। দীর্ঘদিন ধরে জামাল উদ্দিন কীটনাশক প্রয়োগ করে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে মাছ শিকার ও কীটনাশকের ব্যবহারের বিষয়ে স্বীকারোক্তি দেয়ায় এবং তথ্য-প্রমাণিত হওয়ায় শুধু তাকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। কীটনাশকবহনকারী এ তিন দুর্বৃত্তের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল গ্রামে বলে জানায় পুলিশ।