কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে যুবলীগের বিক্ষোভ

প্রকাশঃ ২০২০-১২-০৬ - ১৮:৫২

প্রলয় চৌধুরী মুক্তি, চট্টগ্রাম:কুষ্টিয়ার রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুর্ববর্তী সমাবেশে বক্তাগণ বলেন, জীবিত মুজিব হত্যার প্রকাশ্যে এবং নেপথ্যে সেসব দেশি-বিদেশী চক্র জড়িত ছিল তাঁরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর এখনো আক্রোশ।জীবিত বঙ্গবন্ধুর চেয়ে আজ হৃদয়ের মুজিব অনেক বেশী শক্তিশালী।

গভীর রাতে লকুচক্ষুর অন্তরালে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়েছে তাদের হাত ভেঙ্গে গুডিয়ে দেওয়া হবে।কোটি কোটি ভক্ত-অনুসারীদের হৃদয়ে আঘাত করে যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছেন,সে আগুনে ধর্ম ব্যবসায়ী-মৌলবাদী জ্বলে পুডে ছাড়খাড হয়ে যাবে। মৌলবাদী-স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

পুরাতন রেল ষ্টেশন চত্বরে নগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্ত্বে মাহাবুব আলম আজাদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী সরওয়ার, ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে মোহাম্মদ ইকবাল, শাহিন সরওয়ার,খায়রুল বাশার তসলিম, মোহাম্মদ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর পুরাতন রেল ষ্টেশন থেকে শুরু করে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ নেতৃবৃন্দ কাঠমোল্লা মামুনুল হকের কুশ পুত্তলিকা দাহ করেন।