কুষ্টিয়ায় ২ ইটভাটা মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশঃ ২০১৮-০৪-২৫ - ২১:৪৯

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ. মুহাইমিন আল জিহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়। তিনি জানান, সরকারি নিষেধ অমান্য করে কাঞ্চনপুর এলাকায় দুইটি ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় দুই ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: মিজানুর রহমানসহ র‌্যাবের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধওে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নিদের্শনায় সেখানে অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর এলাকায়র বিশ্বাস ব্রিকসের মালিককে এক লাখ টাকা ও রায়হান ব্রিকসের মালিককে দেড় লাখ জরিামানা করে ভ্রাম্যমান আদালত।