কেশবপুরের পাঁজিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-১০-১৭ - ২০:২২

রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোরের কেশবপুরে ০৭ নং বিট (পাঁজিয়া) পুলিশিং ইউনিট এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার কেশবপুর উপজেলার ০৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে ব্যাপক জনসমাগমের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও কেশবপুর থানার সাব ইন্সপেক্টর তাপস কুমার রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া সেল) মোঃশরফুদ্দীন,সহকারী পুলিশ সুপার ( মনিরামপুর সার্কেল ) সোয়েব আহম্মেদ খাঁন,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীমউদ্দীন।এছাড়া উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল,কলেজে পড়ুয়া ছাত্র- ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ।উল্লেখ্য সমগ্র বাংলাদেশে ৬৯১২ টি বিট পুলিশিং ইউনিট রয়েছে যার মধ্যে খুলনা রেঞ্জের অন্তর্গত ১০ টি জেলায় ৬৯৩ টি বিট পুলিশিং ইউনিট রয়েছে।