কেশবপুরের সাতবাড়িয়ায় প্রতিবন্ধী স্কুলে বিনামূল্যে ফিজিও থেরাপি ক্যাম্পিং

প্রকাশঃ ২০১৯-০৯-০৩ - ১৮:৫৭

রাজীব চৌধুরী, কেশবপুরঃ গতকাল সোমবার কেশবপুরের সাতবাড়িয়ায় (নিমতলা মোড়) অবস্থিত সামছুদ্দীন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ফিজিও থেরাপি ক্যাম্পিং হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে এই বিনামূল্যে ফিজিও থেরাপি সেবা প্রতিবন্ধীদের মাঝে প্রদান করা হয়। এটির সহযোগীতায় ছিল উপজেলা প্রশাসন, কেশবপুর, যশোর এবং সামছুদ্দীন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সাতবাড়িয়া । সোমবারের ক্যাম্পিং এ প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধকতার ঝুকিতে থাকা এমন ১৫০ জন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামছুদ্দীন দফাদার চেয়ারম্যান ১০ নং সাতবড়িয়া ইউনিয়ন পরিষদ, মোঃ মশিয়ার রহমান দফাদার, যুগ্ম আহবায়ক ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ মইনুর হোসেন আহবায়ক ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগ, মোঃ আমজাদ হোসেন, মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সামছুদ্দীন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের থেরাপি সহকারী নাইম হোসেন । জেলা কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ বাপ্পি সুব্রত কবি শেখর, টেক-২ (অপটোমেটির) মোঃ আবু রায়হান ও থেরাপি সহকারী মোঃ রবিউল ইসলাম প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা এমন ব্যক্তিদের মাঝে ফিজিও থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ ও ল্যাংগুয়েজ থেরাপি, কাউ¯েœলিং সেবা প্রদান করেন ।