কেশবপুরে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০৪-০৩ - ২১:১৩

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৮ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের সভাতিত্বে প্রধান অতিথি হিসাবে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৮ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা।