কেশবপুরে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশঃ ২০২০-১০-১৪ - ১৮:৪৬

রাজীব চৌধুরী,কেশবপুরঃ কেশবপুরে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা” এর উদ্যোগে ও উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য মানবতাবাদী সমাজসেবী বদরুন্নাহার রেশমার আর্থিক সহযোগিতায় ২৫ জন পথ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয় বুধবার কেশবপুরস্ত সংস্থার প্রধান কার্য্যালয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা”র পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ মোড়ল, সোহাগ হোসেন, মোঃ আকবার হোসেন, সংগঠক রাকিবুল হাসান বাবু, রফিকুল ইসলাম সহ প্রমুখ। সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন সংস্থাটি গরীব মেধাবী পথ শিশুদের এক ধরনের আশ্রয় কেন্দ্র। সমাজের পিছিয়ে পড়া মেধাবী পথ শিশুদের পাশে থেকে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে সংস্থাটি। শিশু শ্রম বন্ধ্যে, বাল্যবিবাহ প্রতিরোধে পাড়া মহল্লায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।সংস্থার উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য বদরুন্নাহার রেশমা, ছোট্ট শিশু বন্ধু তানভীরের মত সমাজের মানবতাবাদী মানুষ গুলো যদি এগিয়ে আসেন তাহলে সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবেন বলে মনে করেন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। ২০০৮ সাল থেকে সংস্থাটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী মানবতাবাদী মানুষদের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে।